উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার সমস্যা,সম্ভাবনা ও সার্বিক উন্নয়নে উখিয়া নিউজ ডটকমের ভূমিকা অপরিসীম। আশাকরি সকল অন্যায়ের বিরুদ্ধে এবং ভালোর স্বপক্ষে বলিষ্ট ভূমিকা রাখবে অনলাইন নিউজ পোর্টালটি। বস্তুনিষ্ট ও তথ্য বহুল সংবাদ প্রকাশের মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সমন্বয় সৃষ্টিতে সক্ষম হবে বলে আমি প্রত্যাশী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের কার্যালয়ে উখিয়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে উখিয়ার জনসাধারণের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে। এর থেকে পরিত্রাণে উখিয়া নিউজ ডটকম ও সংশ্লিষ্ট সাংবাদিকদের আরো বলিষ্ট ও সাহসী ভূমিকা রাখার আহবান জানান তিনি। এসময় উখিয়া নিউজ ডটকমে কর্মরত সাংবাদিকেরা ইউএনও’র সাথে খোলামেলা আলাপকালে উখিয়ার সার্বিক উন্নয়নে উখিয়া নিউজ ডটকম পাশে থাকবে বলে আশ^স্থ করেন। পরে উখিয়া নিউজ ডটকমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক সরওয়ার আলম শাহীন, চীফ রির্পোটার শফিক আজাদ, বিশেষ প্রতিবেদক শ.ম গফুর প্রমূখ।