প্রকাশিত: ০৯/০৬/২০১৬ ৪:৩০ পিএম , আপডেট: ০৯/০৬/২০১৬ ৪:৩১ পিএম
এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি

বিনোদন ডেস্ক::

প্রতি বছর পপিকে মিনি পর্দার একাধিক নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায়। এবার তা ব্যক্তিক্রম ঘটেছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত পপি আসন্ন ঈদের জন্য কোন নাটকে অভিনয় করেন নি। আর চলচ্চিত্র তো দীর্ঘদিন যাবত অভিনয় থেকে বিরত রয়েছেন। কারণ চলচ্চিত্রে তার দর্শক মহলে ক্রেজ নেই, তাই নির্মাতারা তাকে নিয়ে ছবি নির্মাণ করেন না। পপির পেশা অভিনয় করা।

এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি
এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি

সেটা বড় পর্দা হউক আর ছোট পর্দা হউক নিয়ে তার এখন কোন ভাবনা নেই। তার ভাবনা অভিনয়ে সুযোগ পাওয়া। কিন্তু তা সম্ভব হচ্ছেনা। তাই পপি পড়েছেন বিপাকে। পড়েছেন আর্থিক সংকটে। নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকাদের মধ্যে পপির অবস্থা সবচেয়ে করুন দশা, বলতে গেলে অভিনয় বিহীন পপি বাসনায় অলস সময় অতিবাহিত করছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য ভাল অভিনয়ের জন্য পপি একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করেছেন।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...