বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
রেজুর ভাঙ্গন পরির্দশন কালে ইউএনও মাঈন উদ্দিন: ভাঙ্গন রক্ষা করতে প্রয়োজনী উদ্দ্যোগ নেওয়া হবে
প্রকাশিত - জুন ১৪, ২০১৬ ১০:০৭ পিএম
উখিয়া নিউজ ডটকম::
বর্ষার শুরুতেই উখিয়ার খর স্রোত নদী রেজুর তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় ও পশ্চিম রত্না- পাইন্ন্যাশীয়া সংযোগ সড়কের উপর নিমির্ত ব্রীজটি ঝূকিপূর্ণ হওয়ায় এলাকা বাসীর অনুরুধে অবশেষে পরির্দশন করেছেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাঈন উদ্দিন। ১৪ জুন ১২ টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের, রেজু খালের বিভিন্ন ভাঙ্গনের দৃর্শ্য ও পশ্চিম রত্না-পান্ন্যাশীয়া সংযোগ সড়কের উপর নিমির্ত ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করেন।পরির্দশন কালে, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন বলেন খালের ভাঙ্গন রক্ষা করতে ও ঝূকিপূর্ণ ব্রীজ সংস্কারের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে খালের উভয় পাশের ব্লগ বসানোরও উদ্দ্যোগ নেওয়া হবে বলে অাশ্বস্বত্ব করেন তিনি। পরির্দশনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকোশলী মোঃ সুমন মাহমুদ, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার সহ স্থানীয় জন প্রতিনিধিগণ ।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে পশ্চিম রত্না-পান্ন্যাশীয়া ব্রীজেরর নড়বড় অবস্থা ও রেজু খালের তীব্র ভাঙ্গন তীব্র থেকে তীব্র অাকার ধারন করে অাসছিল। এই নিয়ে কয়েকবার সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন খালের ভাঙ্গন ও ব্রীজটি পরির্দশন করে।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.