প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ৯:৩২ পিএম , আপডেট: ১৮/০৬/২০১৬ ৯:৩৩ পিএম

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অভিযান এখনও চলছে।

শনিবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের ডাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান জানান, খাল থেকে ২২০ এসএমজি ম্যাগাজিন, ৯৭টি ৭.৬২ বোরের পিস্তল এবং ১০টি গ্লোক পিস্তল, ৮৪০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর উপ অধিনায়ক কাজী মো. সোয়ায়েব জানান, এই খালটি তুরাগ নদীর একটি শাখা। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। খালের পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক   বলেন, ‘গোপন সংবাদে পাওয়া পুলিশের তথ্যের ভিত্তিতে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। বেশ দীর্ঘসময়ের প্রচেষ্টায় বিকেলে অস্ত্রের সন্ধান পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘মনির ও মকবুল নামে দু’জন ডুবুরি সেখানে কাজ করছেন। অভিযান এখনো চলছে। ইতোমধ্যে একটি ব্যাগের ভেতরে ১০৮ টি পিস্তল পাওয়া গেছে। পিস্তলগুলো চাইনিজ ব্যাগেই মোড়ানো ছিল। গুলিগুলো টিফিন বক্সের মধ্যে ছিল। তাও ব্যাগের ভেতরে মোড়ানো।’

যেহেতু ওই খালে এলএমজির গুলি পাওয়া গেছে, তাই এলএমজিও থাকতে পারে। এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানান মাহমুদুল হক।

 

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...