ইমরান হোসাইন::
পেকুয়ায় অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করেছে চিহিৃত ছিনতাইকারীরা। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী-ছিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনা বজল আহমদের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় পুলিশ আব্দু রশিদের পুকুর থেকে ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটি ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর বলে নিশ্চিত করেছেন তিনি।
স্থানীয়রা জানান, ওইদিন রাতে পেকুয়া বাজারের মের্সাস শাহাদত এন্টারপ্রাইজের মালিক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড.কামাল হোসেনের ছোট ভাই মইনুদ্দিন ব্যবসা প্রতিষ্টান থেকে পুর্ব গোঁয়াখালী নিজ বাড়িতে ফিরছিলেন। পায়ে হেঁটে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে পথরোধ করে। অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
ব্যবসায়ী মইনুদ্দিন জানান, ব্যাগে মালামাল বিক্রির নগদ ৬৮হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা আগে থেকে ওৎপেতে ছিল। ভোলাইয়াঘোনা এলাকার আব্দু রশিদের ছেলে আশরাফ অস্ত্র ঠেকিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে।
খবর নিয়ে জানা গেছে, ২২রমজানে আশরাফ অপর একজন ব্যবসায়ীর কাছ থেকে একইভাবে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। দীর্ঘদিন জেলও খাটে সে।
পেকুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ইমরান হোসাইন.
পেকুয়ায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের জয়নুদ্দীন পাড়া বিদ্যুৎপৃষ্ট হয়ে নেছার উদ্দীন(২৪) নামের যুবকের মৃত্যুর হয়েছে। তিনি ওই এলাকার নাজির উদ্দীনের পুত্র। ঈদের পরের দিন সন্ধ্যা ৪টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরে আসা মেহমানদের নৌকা নিয়ে পৌছে দিয়ে ফেরত আসার পথে তিনি বাড়ির পাশ্ববর্তী বৈদ্যুতিক খুটিতে ঝুলে থাকা তারে জড়িয়ে পড়েন। আর এতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুটি থেকে তার ছিড়ে যাওয়ার পরেও পেকুয়া পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলায় তা সংস্কার করা হয়নি। তাই এরকম মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।