প্রকাশিত: ১১/০৭/২০১৬ ১:৫১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক: মহেশখালীর শাপলাপুর জেএম ঘাট এলাকা থেকে লোকমান হাকিম (৩৮) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ সেলিম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার ভোরে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লোকমান হাকিম শাপলাপুর এলাকার বাসিন্দা হলেও তার পিতার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মহেশখালী থানার ওসি বাবুল বণিক  জানান, লোকমান হাকিম একজন বালু ব্যবসায়ী। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় লোকমানের মোটরসাইকেলে থাকা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সুত্র:: বাংলানিউজ

পাঠকের মতামত

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...