উখিয়া নিউজ ডেস্ক’::
পর্যটকদের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কক্সবাজার শহরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন সিসিটিভি মনিটরিং কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহরে পর্যটকদের সমাগম স্থান, হোটেল-মোটেল জোনসহ গুরুত্বপূর্ণ ৪০টি পয়েন্টে ৬৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত ‘সিসিটিভি মনিটরিং কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার’ থেকে এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হবে।
পুলিশ সুপার জানান, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় বসানো উন্নতমানের এই সিসিটিভি ক্যামরাগুলো আধা কিলোমিটার পর্যন্ত আওতার দৃশ্য পরিষ্কারভাবে ধারণ করতে পারবে। এই ক্যামেরায় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডের ধারণ করা ভিডিও মেসেজের মাধ্যমে জানান দিতে পারবে।
শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৩ মাসের মধ্যে আরও সিসিটিভি ক্যামরা বসানো হবে বলেও অনুষ্ঠান থেকে জানানো হয়।
চট্টগ্রামে চকবাজার থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন ...
পাঠকের মতামত