নিয়োগ বিজ্ঞপ্তি
সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) জাতীয় পর্যায়ে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ACF & WFP এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় উখয়িা উপজেলার রত্নপালং ইউনয়িনরে বাস্তবায়নাধীন কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা ( সিম্যাম ) এবং মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন ( আইএমসিএন ) প্রকল্পে নিম্নোক্ত শূন্য পদে সম্পূণ অন্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
অন্যান্য শর্তাবলীঃ
১। উপরোক্ত পদে সংস্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থীক অগ্রাধিকার দেওয়া হবে ।
২। নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
৩| শেড কর্তৃপক্ষের নিকট প্রার্থীর কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ/সুপারিশ/তদবির পাওয়া গেলে প্রার্থীতা বাতিল করা হবে।
৪| প্রার্থীদের প্রতিযোগিতামূলক লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।
৫। কেবল সংক্ষিপ্ত তালিকায় স্থান প্রাপ্তদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য
আহব্বান জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
৬। কোন কারন র্দশানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ আগামী ২৭শে, সেপ্টেম্বের ২০২১ ইং থেকে ৩০শে, সেপ্টেম্বের ২০২১ ইং তারিখের মধ্যে, নির্বাহী পরিচালক, শেড, বরাবর আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের কপি, ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয়তা সনদপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠনোর জন্য অনুরোধ করা হল।
হেড অফিসঃ পিসি-১৮০, ফিশারী রোড,কাইয়োক খালি পাড়া,টেকনাফ পৌরসভা, টেকনাফ কক্সবাজার-৪৭৬০।
বি.দ্র. নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হল ।