প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৬:৩০ পিএম

ইসলামী শরীআহ ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অস্থায়ী/চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা
ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা থাকতে হবে। ১২ নভেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীকে বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারী আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক সর্বসাকুল্যে ১৬,০০০ টাকা বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম
যােগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রয়ােজনীয় তথ্য প্রদান ও সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আগামী ১২ নভেম্বরের মধ্যে career.islamibankbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদনের প্রিন্টেড কপি, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদ ও ৩ কপি সত্যায়িত পাসপাের্ট সাইজের রঙিন ছবি ডাক বা কুরিয়ারের মাধ্যমে আগামী ২০ নভেম্বরের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে (হিউম্যান রিসাের্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) পাঠাতে হবে।

পাঠকের মতামত

রেড ক্রিসেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে ...