প্রকাশিত: ১৬/১২/২০১৯ ৮:০১ পিএম , আপডেট: ১৮/১২/২০১৯ ১০:০৯ এএম

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

 

পদের নাম : Community Nutrition Volunteer (CNV)

সম্মানী : মাসিক ১১,০০০/= (এগার হাজার টাকা মাত্র)
কর্মএলাকা : ক্যাম্প নং- ২-ই, ০৭, ৮-ই, ০৯।
শিক্ষাগত যোগ্যতা : ন্যুনতম এস.এস.সি/সমমান।
বয়স : নূন্যতম ১৮ সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
চুক্তির মেয়াদ : ১লা জানুয়ারি ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত।

অন্যান্য শর্তাবলি :
(০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে (স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে)।
(০২) প্রার্থীকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
(০৩) নির্বাচিত প্রার্থীদের ক্যাম্পের দূর্গম এলাকায় কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে।
(০৪) ক্যাম্পে BSFP, TSFP, OTP অথবা IYCF কর্মসূচিতে কর্মরত এমন অভিজ্ঞ প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।
(০৫) অধ্যয়নরত কোন ছাত্র-ছাত্রীদেরকে (এইচ.এস.সি অথবা স্নাতক) আবেদন না করার জন্য উৎসাহিত করা হল।
(০৬) কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে।
(০৭) কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে ’শেড’’ কর্তৃপক্ষ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন
করতে পারবে।

আবেদনের শেষ তারিখ : ২৪শে ডিসেম্বর ২০১৯ইং

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

 

বরাবর
নির্বাহী পরিচালক
‘শেড’- কর্মসূচি কার্যালয়
ডাঃ আব্দুর রহিম বিল্ডিং (২য় তলা),
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট, প্রধান সড়ক
উখিয়া, কক্সবাজার।

আবেদন পত্রের সাথে :
(০১) মোবাইল নম্বর সহ প্রার্থীর পূর্ন জীবন বৃত্তান্ত।
(০২) শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি।
(০৩) অভিজ্ঞতা সনদের ফটোকপি (যদি থাকে)
(০৪) ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদের ফটোকপি।
(০৫) ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
(০৬) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি।
উল্লেখ্য :
(০১) খামের উপর পদের নাম ও ‘‘পদের নাম’’ অবশ্যই উল্লেখ করতে হবে।
(০২) উল্লেখিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ন আবেদন পত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।
(০৩) নির্ধারিত তারিখের মধ্যে আবেদন পত্র জমা না হইলে, তা বাতিল বলে গন্য হবে।

বিঃ দ্রঃ নিয়োগের ক্ষেত্রে ‘‘শেড’’ সবসময় নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।

 

নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন

CNV পদের জন্য আবেদনপত্র

পাঠকের মতামত

বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘ,কর্মস্থল: কক্সবাজার

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে ...

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, কর্মস্থল উখিয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে অ্যাডমিন অ্যান্ড প্রকিওরমেন্ট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ ...