প্রকাশিত: ২২/০১/২০২০ ৮:৩৭ পিএম , আপডেট: ২২/০১/২০২০ ৮:৩৮ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি
সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) জাতীয় পর্যায়ে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে
প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের
স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ
দমন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ACF & WFP
এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় উখিয়া এবং টেকনাফ উপজেলায়  বাস্তবায়িত   কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনার
মাধ্যমে মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন প্রকল্পে নিম্নোক্ত শূন্য পদে লোক নিয়োগ করা হবে

ক্রমিক  নং -১

পদের নাম – কমিউনিটি নিউট্রিশন ভোলানটিয়ার (CNV)

পদ সংখ্যা – ৫৫

মাসিক বেতন (সর্বসাকুল্যে ) – ১২,০০০/=

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা –
◊ এসএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীণ
হতে হবে।
◊ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০১ (এক)
বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে
হবে।
◊ কমিউনিটিতে কাজ করার মতাে
মানসিকতা থাকতে হবে।
◊ পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

[বি: দ্র: প্রার্থীদেরকে অবশ্যই উখিয়া
উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী
বাসিন্দা হতে হবে।]

কর্ম এলাকা –

রত্নাপালং, হলদিয়া পালং,জালিয়া পালং, পালংখালী এবং
রাজাপালং ইউনিয়ন, উখিয়া
উপজেলা।

—————————————————————————————————————————————-

ক্রমিক  নং -২

পদের নাম – কমিউনিটি নিউট্রিশন ওর্য়ারকার (CNW)

পদ সংখ্যা – ৫১

মাসিক বেতন (সর্বসাকুল্যে ) – ১৫,০০০/=

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা –
◊ এইচএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীণ
হতে হবে।

◊ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০২ (দুই)
বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে
হবে।

◊ সহযোগিদের সাথে ভাল যোগাযোগে  পারদর্শী হতে হবে ।

◊ কমিউনিটিতে কাজ করার মতাে
মানসিকতা থাকতে হবে।

◊ পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

◊ উচ্চতর ডিগ্রীধারী  প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।

[বি: দ্র: প্রার্থীদেরকে অবশ্যই উখিয়া
উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী
বাসিন্দা হতে হবে।]

কর্ম এলাকা –

রত্নাপালং, হলদিয়া পালং,জালিয়া পালং, পালংখালী এবং
রাজাপালং ইউনিয়ন, উখিয়া 
উপজেলা।

 

অন্যান্য শর্তাবলী :
১। উখিয়া উপজেলার সংশ্লষ্টি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। নিয়োগের ক্ষেত্রে শুধু নারী র্প্রাথীরা আবেদন করতে পারবে।
৩। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৪। শেড কর্তৃপক্ষের নিকট প্রার্থীর কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ/সুপারিশ/তদবির পাওয়া গেলে প্রার্থীতা বাতিল করা হবে।
৫। প্রার্থীদের ১০০ নম্বরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত ঃ ৬০, মৌখিকঃ ৪০) উল্লেখ্য পরীক্ষায় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা,
ও IYCF, GMP,, ইংরেজি ও উপস্থাপন কৌশল বিষয়ক প্রশ্নে জোর দেওয়া হবে।
৬। কেবল সংক্ষিপ্ত তালিকায় স্থান প্রাপ্তদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
৭। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচ.এস.সি /সমমান এবং  উচ্চ ডিগ্রীর   সনদ পত্র (অভিজ্ঞতা প্রমাণের জন্য অভিজ্ঞতা সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক)।
৮। কোন কারন দর্শনোর ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ আগামী ২৭ই জানুয়ারী ২০২০ ইং তারিখের মধ্যে, নির্বাহী পরিচালক, শেড, বরাবর আবেদন পত্র,
জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের কপি, ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয়তা সনদপত্র
নিম্নোক্ত ঠিকানায় পাঠনোর জন্য অনুরোধ করা হল।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করুন

সিম্যাম এবং আই.এম.সি.এন অফিস, সোসাইটি ফর হেল্থ এ্যাক্সটেনশন এ্যান্ড ডেভেলপমেন্ট (শেড),  উখিয়া ফায়ার সার্ভিসের বিপরীতে, উখিয়া , কক্সবাজার ।

 

 

পাঠকের মতামত

৪২ হাজারের বেশি টাকা বেতনে জাগো এনজিওতে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সম্প্রতি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৫০ হাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজ্ঞপ্তি অনুযায়ী আর্তমানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি ...