যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত। একই সঙ্গে সপ্তাহে তাদের দুই দিন ছুটি দিতে হবে।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:
বাংলাদেশে প্রতিটি গণমাধ্যমের জন্য সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বেতন নির্ধারণ করা জরুরি। কমপক্ষে বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত। সর্বোচ্চ বেতন যতই হোক সমস্যা নেই। সেটা নির্ধারিত হবে বাজারের ওপর। যে গণমাধ্যম ন্যূনতম বেতন দিতে পারবে না সেটা বন্ধ হয়ে যাক। ১০-১৫ হাজার বেতন দিয়ে কিংবা সময়মতো বেতন না দিয়ে একটা গণমাধ্যমে ৫০ জন সাংবাদিক পোষার দরকার নেই। ১৫ জন কাজ করুক, ভালো বেতন পাক, সময়মতো বেতন পাক।
দেশের মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর বেতন বাড়াতে হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটির ব্যবস্থা থাকতে হবে। সপ্তাহে দুইদিন ছুটি অনিবার্য। যেসব মালিক এসব শর্ত মানতে পারবে তারা গণমাধ্যম চালাতে পারবে। অন্যথায় বন্ধ হয়ে যাক। গণমাধ্যমগুলো এসব বিষয় ঠিকমতো মানছে কী না সেটা প্রতি বছর সরকার অডিট করতে পারে। তারপর সেই রিপোর্ট প্রকাশ করতে পারে। সাংবাদিকদের ঠিকমতো বেতন দিতে পারে - এরকম দশটা টিভি আর দশটা পত্রিকা হলেই হবে। বেতন দিতে পারেনা এমন ১০০ গণমাধ্যমের দরকার কী?
আপনার যদি বাজেটে না কুলায় তাহলে ২০ পাতার পত্রিকা বের করতে হবে কেন? সাংবাদিকদের ভালোমতো বেতন দিয়ে দুই পাতার পত্রিকা বের করেন। যেনতেন ৩০টা নিউজ দেয়ার চেয়ে ভালোমতো পাঁচটা ইনভেস্টিগেটিভ/অ্যানালিসিস থাকুন। এতে কোয়ালিটি বাড়বে এবং গণমাধ্যমের ‘বদনাম’ দূর হবে।