প্রকাশিত: ০৩/১২/২০১৬ ১০:২৪ এএম

মোঃ আবছার কবির আকাশ, কক্সবাজার ::img_20161203_102725

কক্সবাজারে শিশুর বিনা মুল্যে ঠোটকাটা তালু কাটা ফ্রি চিকিৎসা প্রদান করবে আগামী ৭ এবং ৮ ডিসেম্বর। এই দৃষ্টান্ত সুযোগটা সৃষ্টি করবে জেলার একটি বেসরকারি হাসপাতাল। ফুয়াদ আল-খতীব হাসপাতালের সিনিয়র এডমিন মাসুম জানান জন্মের পর থেকে যারা ছিলো সমাজের কাছে বোঝা এবং অবহেলার পাত্র তারা এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করবে । তাদের স্বপ্ন সত্যিকারে বাস্তবায়ন করতে আমরা বিনামুল্যে প্লাষ্টিক সার্জারির মাধ্যমে ঠোটকাটা তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবন ফিরে আনার চেষ্টা করব । জানাযায়, এসব দরিদ্র শিশুদের অপারেশনসহ সব খরচ বহন করবে কক্সবাজারের একটি বেসরকারি প্রতিষ্টান( ফুয়াদ আল খতীব হাসপাতাল) । ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে এসব শিশুদের অপারেশন করানো হবে বলে জানান হাসপাতালের ডিরেক্টর শাহ আলম ।

পাঠকের মতামত