বসন্তের প্রথম বৃষ্টির
ছোঁয়া ছুয়েঁছে মনে,
অাড়ালে আর থেকো না
এসো হৃদয়ের কোণে।
দক্ষিণা হাওয়ায় দোলবে
বিচিত্র রঙ্গের ফুল,
বৃষ্টির ফোটাঁয় ভিজবে
শুধু তোমার খোলা চুল।
চারদিকে সবুজে আচ্ছন্ন
গাইবে পাখিরা গান,
দু'টি মনের সন্ধিক্ষনে
জুড়াবে শূণ্য প্রাণ।
অাসবে নেমে পাহারা দিতে
যত আছে ফুলের পরী,
অজানা জগৎতে চলে যাবো
করবো না আর দেরি।
আসবো না আর এই জগৎতে
হবেনা কোন দু:খ,
স্বর্গের সুখে করব বাস
পাবো শুধু সুখ।