সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ১:০১ পিএম

উখিয়ার জন্মজাত সন্তান কংকস বড়ুয়া নিউজিল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (Auckland University of Technology (AUT) এর Health and Environment Science Faculty’র অধীনে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

এর আগে তিনি পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উখিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

তিনি কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের সমাজসেবক অরিষ্ট বড়ুয়া ও জুলু বালা বড়ুয়ার ছেলে। কংকস বড়ুয়ার অপরাপর ভাই-বোনের মধ্যে শংকর বড়ুয়া, শিক্ষিকা রনতি বড়য়া এবং পালং মেডিকেল ইনস্টিটিউটস এর প্রভাষক শুভংকর বড়ুয়া।

উচ্চতর ডিগ্রী অর্জন করে তিনি নিউজিল্যান্ড সরকারের অধীনে অকল্যান্ড বিভাগীয় স্বাস্থ্য বোর্ডের পরিচালিত নিউজিল্যান্ডের শীর্ষ টিসিং হাসাপাতাল (Auckland City Hospital) এ প্রথম বাংলাদেশী হিসেবে একজন রেজিষ্টার্ড Health Professonal হিসেবে যোগদান করেন।

তিনি তার শিক্ষা জীবনের সকল শিক্ষাগুরু এবং ধর্মীয় গুরু ভদন্ত কুশলায়ন মহাথের’র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের আর্শীবাদ কামনা করেন।

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...