কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য সচিব। আজ রবিবার দুপুর ৩ টার দিকে তথ্য সচিব মুর্তজা আহমদের নেতৃত্বে একদল প্রতিনিধি। এ সময় উপকেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। উখিয়ার মানুষ যাতে বাংলাদেশ টেলিভিশন নিখুত দেখতে পায় সে ব্যাপারে দায়িত্বশীলদের দায়িত্ব পালন করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাঈন উদ্দীন, বাংলাদেশ টেলিভিশন, উখিয়া উপকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ওয়ালিউর রহমান। তথ্য সচিব প্রায় ঘন্টাখানিক অবস্থান করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।