প্রকাশিত: ০৫/০৭/২০১৬ ২:৫৬ এএম , আপডেট: ০৫/০৭/২০১৬ ৩:৩৩ এএম

campউখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ টাকা বিতরণকালে চীনের ৫ নাগরিকসহ ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

সোমবার বিকেলে আটক করা বলে নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ টাকা, ১ হাজার ৯শ মার্কিন ডলার, ২ হাজার ৬২৫ চায়না টাকা, ৭টি মোবাইল সেট, ৪টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ১৬টি ক্রেডিট কার্ড, ৩টি ভয়েস রেকর্ডার, ৩টি পাওয়ার চার্জার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন চীনের নাগরিক বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন (৩৪), শেলি (২৫), ইহা মিন গো (৩৭), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়াছড়ার আবু তাহেরের ছেলে জামিল তাহের (৩৯) এবং টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত আবুল খাইর এর ছেলে মৌলভী মো. শফিউল্লাহ (৪২)।

বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণকালে তাদেরকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা ও মালামালসহ তাদেরকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...