কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার প্রেমবাজার পন্ডিতকাটা এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিহত শাহ আলম মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজবাড়িতে ফিরছিলেন। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি একপাশে ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন