সেন্ট মার্টিনে রিসোর্টের ছড়াছড়ি, সৈকতে চলছে ক্যান্ডল লাইট ডিনার পার্টি
তোফায়েল আহমদ, কক্সবাজার জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ...
উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন ডিলাইট হলিডের ব্যবস্হাপনা পরিচালক লায়ন মো. রিয়াজ উদ্দিন তারেক।
শুক্রবার (৭ জুন) রাতে কক্সবাজারের শৈবাল হোটেলে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানান লায়ন মো. রিয়াজ উদ্দিন তারেক।
শুভেচ্ছা প্রদানকালে লায়ন মো. রিয়াজ উদ্দিন তারেক বলেন, জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তার সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ কামনা করছি। পাশাপাশি তার বলিষ্ট নেতৃত্বে উখিয়া উপজেলার অভূতপূর্ব উন্নয়নের আশাবাদ ব্যক্ত করছি।
পাঠকের মতামত