প্রকাশিত: ২০/১১/২০১৭ ৯:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫০ এএম

বিনোদন ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীরা যৌন নির্যাতনের শিকার হন- এমন অভিযোগ অভিনেত্রীরা বিভিন্ন সময় করেছেন। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পীরা সরবও হয়েছেন।

এবার বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে জানালেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু অভিনেত্রীরা যৌন নির্যাতনের শিকার হন না বরং অভিনেতারাও হয়ে থাকেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে রাধিকা আপ্তে বলেন, ‘শুধু নারীরাই নয়, পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হন। বিশেষভাবে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলব। আমি অনেক পুরুষকে চিনি যাদের এমন অভিজ্ঞতা আছে। যারা ক্ষমতা প্রদর্শন করে হয়রানি করে তাদের নাম প্রকাশ করা প্রয়োজন। এখনই উপযুক্ত সময় এ বিষয়ে সজাগ হবার।’

তিনি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রি উন্মুক্ত একটি জায়গা, এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে। কারণ এটি আমাদের একটি প্ল্যাটফর্ম। এখানে যখন কেউ আপনাকে শোষণ করতে চায় তখন তা আপনাকে বুঝতে হবে। বুঝে ‘না’ বলা শিখতে হবে। আপনি আপনার মেধা অনুযায়ী কাজ পাবেন।’

কিছুদিন আগে বলিউড অভিনেতা ইরফান এক সাক্ষাৎকারে জানান, তিনিও ব্যক্তিগত জীবনে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...