ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৪ ৬:০৩ পিএম

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত কর্ণধার। তারাই বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তার আগে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষা জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে অবহেলা করলে ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হবে।

তিনি শিক্ষার্থীদের অবহেলায় শিক্ষা জীবন ধ্বংস না করার আহবান জানান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা পাঠদানের পাশাপাশি রাষ্ট্র গঠনেও কাজ করবে। তারা দেখিয়ে দিয়েছে একটি রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করতে হয়। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিদায় হয়েছে। রাষ্ট্র যখন সংকটে পড়বে তখন শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেসমিন জাহান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক এস্তাফিজুর রহমান, রামু বিএনপি নেতা ও রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ সিকদার, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপি নেতা মোকতার আহমেদ, আকতার কামাল, ঈদগাঁও বিএনপি নেতা জানে আলম, আজিজুল হক সিকদার, যুবনেতা রোকনুজ্জামান, ছাত্রনেতা জনি প্রমূখ।

অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থী ছাড়াও রামু ও ঈদগাঁও উপজেলার যুবদল ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এই জনপদের জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষ করে ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ভুলুর অসুস্থ বড় ভাই মোস্তাফিজুর রহমানকে দেখতে যান। ওই সময় তিনি অসুস্থ মোস্তাফিজুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

তিনি ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...