বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা ‘চট্টলা এক্সপ্রেস’। চট্টগ্রামের অনলাইন চ্যানেল আরএ এর উদ্যোগে এই চলচ্চিত্রটি নির্মিত হবে।
এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন হটাৎ বৃষ্টি খ্যাত চিত্রনায়ক ফেরদৌস। তবে বাকি নায়িকা ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রী চরিত্রগুলো প্রতিভা অন্বেষণের মাধ্যমে বাছাই করা হবে। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্তিক নিদর্শন, ঐতিহ্যবাহী ও দর্শনীয় এলাকাগুলোতে এই সিনেমাটির চিত্রায়ন করা হবে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় গতকাল নগরীর একটি রেস্তোরাঁয় সিনেমা নির্মাণ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস।
ফেরদৌস বলেন, ঢাকার বাইরে চলচ্চিত্র বানানোর জন্য চট্টগ্রামই উপযুক্ত স্থান। তাছাড়া আমরা যেহেতু চট্টগ্রামের বিষয় নয়ে এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছি সেহেতু আমরা ভালো এবং নতুন কিছু এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করবো। সিনেমাটি অ্যাডভেঞ্চার ধর্মী হবে। আশা করি শিগগিরই মহরত করে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করা হবে। সিনেমাতে চট্টগ্রামের স্থানীয় কিছু শিল্পী অভিনয় করবেন যারা চট্টগ্রামের ভাষাতে কথা বলবেন। আমি সিনেমাতে নিজেও কয়েকটা ডায়লগ চট্টগ্রামের ভাষার দেওয়ার চেষ্টা করবো। তার জন্য কিছু লাইন আমাকে শিখতে হবে। কারণ এই ভাষা শেখা খুবই শক্ত কাজ।
তিনি বলেন, ‘আমরা একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। চলচ্চিত্র এখন ৩৫ মিলিমিটার থেকে ডিজিটালের দিকে যাচ্ছে। এর প্রভাব ভালো ও খারাপ দুই আছে। বর্তমানে অনেক নাটক সিনেমা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যারা যোগ্য একমাত্র তারাই চলচ্চিত্রে টিকে থাকতে পারে।
কেমন সিনেমা হবে চট্টলা এক্সপ্রেস এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, ‘চট্টলা এক্সপ্রেস’ এর সঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা।
তিনি বলেন, সিনেমাটি আমরা চট্টগ্রামের সিনেমা হলেই রিলিজ করবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে এটি একটি বড় ব্যাপার হবে চট্টগ্রামের জন্য। তবে এই সিনেমা নির্মাণে চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা ও সুধী সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আরএ এর চেয়ারম্যান শেখ খুরশীদ আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার, চলচ্চিত্রটির গল্পকার ও চিত্রনাট্য পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক রফিকুল আনোয়ার রাশেল ও ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ ও মিডিয়া কো-অর্ডিনেটর দেবাশিষ কান্তি বিশ্বাসসহ আরও অনেকে।