৫ দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রতিনিধিদলে দৈনিক কালবেলা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সন্তোষ শর্মা, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক সাংবাদিক মোজাম্মেল বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক সাংবাদিক নাঈম নিজাম এবং মন্ত্রী ড. হাছান মাহমুদ ও এমপি কমলের পরিবারের সদস্যরা রয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন তাঁরা।
প্রেসক্লাব কলকাতার সভাপতি শ্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামানিকের আমন্ত্রণে ২৯ অক্টোবর, শনিবার ১১ টায় প্রেসক্লাব কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখবেন এবং সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরে মিলিত হবেন। বিকাল সাড়ে ৪ টায় চতুর্থ বাংলাদেশ ফ্লিম ফেস্টিভাল কলকাতায় যোগদান করবেন।
৩০ অক্টোবর সকাল ৭টায় বিমানযোগে দিল্লীর উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবেন। সেখান থেকে সড়ক পথে ৩১ অক্টোবর পবিত্র আজমীর শরীফ গমন ও জিয়ারত করবেন। ওই দিন জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে পুনঃরায় দিল্লি ফিরবেন।
১ নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে পৃথক পৃথক বৈঠকে বসবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। ২ নভেম্বর ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে বাংলাদেশে শুভাগমন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ...
পাঠকের মতামত