প্রকাশিত: ২১/১১/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

কান শরীরের একটি গুরুত্ত্বপূর্ণ অঙ্গ। তাই কানের যত্ন নেওয়া অতি জরুরি। কান পরিস্কার থেকে শুরু করে যে কোনো কানের সমস্যায় দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো-

১. যদি আপনার কানের ময়লার রং ধূসর হয়। তাহলেও চিন্তার কোনো কারণ নেই। এমনটা ধুলোর কারণে হতে পারে।

২. কানের ময়লা খয়েরি রংয়ের যদি দেখা যায়, তবে বুঝে নিতে হবে আপনি গত কয়েক দিন ধরে বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এজন্য একটু সময় করে কোথাও ঘুরে আসুন।

৩. আপনি যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লায় সামান্য রক্ত আছে। তাহলে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা ওই সমস্যার ইঙ্গিত দেয়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪. আপনার কানের ময়লা বের করার সময় যদি দেখা যায়, একটু জল জল ভাব। তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে।

৫. আপনার কানের খৈল যদি দেখেন সাদা রংয়ের, তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...