উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৩/২০২৩ ৬:১৬ পিএম

উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়া এলাকায় উখিয়ার বরেণ্য রাজনীতিক পরিবারের সন্তান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর করিব চৌধুরী প্রতিষ্টিত জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্টান শনিবার স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজিত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশীদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজা পালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশীদ, নুরুল ইসলাম চৌধুরীর গুলজার বেগম উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, আলীমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান।

জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ বড়ৃয়া,সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক জাফর হোছাইন, সহকারী শিক্ষক তানজিনা আক্তার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফুর রহমান, সদস্য সচিব সৌরভ বড়ুয়া,সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ ইদ্রিস, মোঃ মুফিজ মিয়া, মোঃ শাহজাহান, আবুল কালাম, ছালেহ আহম্মদ, ফরিদ আলম ও মোঃ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্টানে বক্তরা মনোরম ও সুন্দর পরিবেশে গড়ে উঠা এ প্রতিষ্টানের সাফল্য কামনা করেন। পাশাপাশি অবহেলিত মধুরছড়া এলাকার ছেলেমেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্টা করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর ভূয়সী প্রশংশা করেন।

পাঠকের মতামত

রামুতে শিক্ষা কার্যক্রম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির ...

উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে তৈরি করছে বসতভিটা

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটে রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকায় বনবিভাগের সহযোগিতায় ...

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকাআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকাআপ চালক ও হেলপার রয়েছেন। মঙ্গলবার ...