আজিম নিহাদ, কক্সবাজার ::
কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোলাম রাব্বানী নামে এক ব্যক্তিকে গুলি করা হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
গোলাম রব্বানী খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা গোলাম কবিরের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক আব্দুস সালাম বাবু জানান, সাড়ে ৮ টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এক ব্যক্তিকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকার শুনে এগিয়ে যান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে মর্গে রাখা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের কপালে গুলি করা হয়েছে। নিহতের কাছ থেকে দুটি মোবাইল ও একটি ম্যানিব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সীগাল পয়েন্টের প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক লোক এসে তাকে কপালে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। আমরা ঘটনা তদন্ত করছি। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীক কাজে প্রায় সময় কক্সবাজারে অবস্থান করতেন। মেরিন ড্রাইভ সড়কে জমি ছিলো তার। একইসাথে মহেশখালীর বিভিন্ন ব্যবসায়ীর সাথে শেয়ারে লবণ চাষ ও চিংড়ি ঘেরের ব্যবসা করতেন। কক্সবাজারের বিভিন্ন এলাকার মানুষের সাথে তার বেশ সখ্যতা ছিলো।
জানা গেছে, কক্সবাজারে আসলে অবস্থান করতেন হোটেল সাগরগাঁওয়ে। তবে সাগরগাঁও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এক সময় তিনি পারমানেন্ট থাকতেন সাগরগাঁও হোটেলে। তবে ২০১৮ সালের পর থেকে আর থাকতেন না তিনি।
স্থানীয়রা বলছেন, মাথায় যেভাবে গুলি করা হয়েছে তাতে করে অনুমান করা যাচ্ছে পরিকল্পিতভাবে তাকে সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।