প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ১১:২৭ এএম , আপডেট: ৩০/০৬/২০১৬ ১২:২৫ পিএম

monerডেস্ক রিপোর্ট ::

অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ এর শ্রোতা নন্দিত গায়ক মনির খানের ”লীলাবতি” এ্যালবামের মোড়ক উম্মোচন হলো আজ। দীর্ঘ চার বছর পর নতুন একক অ্যালবাম বের করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এর নাম রাখা হয়েছে ‘লীলাবতী’। এটি তার ৪১তম একক।

মনির খান জানান, তিনি নিজের ঘরানার গানই করেছেন। তবে কম্পোজিশনে নতুনত্ব রয়েছে। স্বতন্ত্র ধারা বজায় রেখেই কাজ করেছেন তিনি। ‘লীলাবতী’তে গান রয়েছে ১০টি। সবটার কথা লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার।

চার বছর বিরতি নেওয়া প্রসঙ্গে জাতীয় পুরস্কারজয়ী এই গায়ক বুধবার (২৯ জুন) দুপুরে বলেন, ‘অডিও বাজার থেকে ক্যাসট ও সিডি বিলুপ্ত হয়ে গেলো পাইরেসির কারণে। এরপর প্রযুক্তির হাত ধরে নতুন হাওয়া লাগলো অডিওতে। এ পরিস্থিতি বুঝে ওঠার জন্য একটু সময় নিয়েছি। এখন আবার সুন্দর পরিবেশ ফিরে এসেছে।’

মনির খানের সবশেষ একক ‘তোমার জন্য’ ২০১২ সালে বাজারে এনেছিলো বিউটি কর্নার। তার নতুন অ্যালবামটি প্রকাশ হচ্ছে ইউটিউবে মনির খানের চ্যানেলে। সুত্র নিরাপদনিউজ

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...