প্রকাশিত: ২৫/০৭/২০১৬ ১১:০১ এএম

imagesবিনোদন ডেস্ক:;

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গেল ঈদে অনলাইন মাধ্যম ইউটিউবে এবং নিজের ওয়েবসাইটে ‘লীলাবতী’ নামে তার ৪১তম একক অ্যালবাম প্রকাশ করেছেন। দশটি গানের সমন্বয়ে অ্যালবামটি তৈরি হয়েছে। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছেন তিনি।

অ্যালবামের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। অডিওর সাফল্যের পর শ্রোতাদের বিশেষ অনুরোধে অ্যালবাম ‘তোমায় খোপায় জড়ানো ফুল’ গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। শিগগিরই ভিডিওটি ইউটিউবে এবং তার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘এখনতো আসলে অ্যালবাম সেভাবে চলেই না। তাই তথ্য প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখেই অ্যালবাম প্রকাশের কথা ভাবতে হয়। নতুন মিউজিক ভিডিওটি শ্রোতা দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই করা। খুব ভালো মিউজিক ভিডিও হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

আগামী তিন মাসের মধ্যে ‘লীলাবতী’ অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে অ্যালবামের গান নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমার গানে ইদানীং তাকে আর দেখা যায় না। একসময় দৌর্দণ্ড প্রতাপে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। বর্তমানে বিরতি কেন এমন প্রশ্নের জবাবে মনির খান বলেন, ‘সিনেমার গানও আগের মতো নেই। কথা, সুর কিংবা সঙ্গীত কেমন যেন তালগোল মিলিয়ে ফেলছে। ভালো গান হলে অবশ্যই করব।’

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...