উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১:৪৬ পিএম , আপডেট: ২৫/১১/২০২৪ ১:৫৭ পিএম

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন দুই ওপেনারকে হারিয়ে এমনিতেই নড়বড়ে শুরু পায় বাংলাদেশ। আর তৃতীয় দিন তো এক পর্যায়ে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে মুমিনুল হক ও জাকের আলীর অন্যবদ্য ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে। যদিও এখনও তারা ক্যারিবীয়দের থেখে ১৮১ রানে পিছিয়ে রয়েছে।

রবিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি শাহাদাত হোসেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি কেমার রোচের বলে আউট হন। তবে টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি করে মুমিনুল। এরই মাঝে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন তিনি। পরে ১১৬ বলে ৩টি চারে ঠিক ৫০ রানে জায়ডেন সিলসের শিকার হন।

লিটন দাস ভালো কিছুর ইঙ্গিত দিলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। আলজারি জোসেফের বলে আউট হওয়ার আগে এই তারকা ৭৬ বলে ৩টি চারে ৪০ করেন। জোসেফের দ্বিতীয় শিকার হওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬৭ বলে ২৩ করেন। তবে সাতে নামা জাকের আলী দৃঢ়তা দেখান। দারুণ ব্যাটিংয়ে ৮৯ বলে ৪টি চারে ৫৩ করেন গত দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হওয়া এই ব্যাটার। তার ব্যাটিংয়েই মূলত ফলোঅন এড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি জাস্টিন গ্রিভসের বলে আউট হন।এছাড়া তাইজুল ইসলামের ব্যাট থেকে ২৫ রান আসে।

উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান জোসেফ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন সিলস ও গ্রিভস।

এর আগে ২ উইকেট হারোনো বাংলাদেশ দলীয় ৪০ রানে দিন শুরু করে। যেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...