
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং: শেড/পুষ্টি/এইচআর/১১/০৩/২০২৫/০২৫১ তারিখ: ১১/০৩/২০২৫ইং
‘‘শেড’’ স্থানীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ, খাদ্যনিরাপত্তা জোরদারকরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, জনসংখ্যা নিয়ন্ত্রণও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম বাস্তবায়নে শেড সরকারী ও বেসরকারী পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির সার্বিক সহযোগিতা পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের অঙ্গ সংস্থা UNICEF & UNWFP এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে বাস্তবায়নাধীন ‘Nutrition Interventions. . এবং UNWFP এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কক্সবাজার জেলার
উখিয়া, টেকনাফ এবং কুতুবদিয়া উপজেলায় ‘Improving Maternal Child Nutrition (IMCN) Project’ এর পুষ্টিসেবা কার্যক্রম
পরিচালনায়, প্রোগ্রাম অফিসে সহযোগীতা প্রদান করার জন্য নিন্মোক্ত শর্ত সাপেক্ষে অফিস সহায়ক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে:
বি.দ্রঃ উপরে উল্লেখিত কার্যাবলি ছাড়াও, প্রোগ্রাম এবং অর্গানাইজেশনের স্বার্থে আপনাকে যদি অতিরিক্ত কোন দায়িত্ব প্রদান করেন, আপনি তা যখাযখভাবে পালন করার
জন্য বাধ্য খাকিবেন।
প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা:
অভিজ্ঞতা:
• অফিস বা NGO পরিবেশে অনুরূপ ভূমিকার অন্তত ১ বছরের অভিজ্ঞতা। গ্রুপের জন্য রান্নার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
দক্ষতা:
• স্বাস্থ্য ও স্যানিটেশন পদ্ধতি সম্পর্কে জ্ঞান|
• ভালো সংগঠন ও সময় ব্যবস্থাপনার দক্ষতা|
• ছোট থেকে মাঝারি আকারের গ্রুপের জন্য খাবার প্রস্তুত করার মৌলিক রান্নার দক্ষতা|
♦অফিসে উচ্চ স্বরে কথা বলা সহ যে কোন প্রকার বাকবিতন্ডা থেকে নিজেকে পরিহার করে, সর্বদা অফিসের পরিবেশ শান্ত রাখার জন্য চেষ্টা করতে হবে।
♦স্থানীয় মৌলকি ধারণা ; স্থানীয় ভাষার (চট্টগ্রাম ) জ্ঞান একটি সম্পদ হসিাবে গণ্য হবে ।
শর্তাবলি :
(০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উখিয়া ও টেকনাফ উপজেলার স্থায়ীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
(০২) প্রার্থীকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হবে। কেবল বাছাই পরীক্ষায় উর্ত্তীণ প্রাথীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
(০৩) নির্বাচিত প্রার্থীদের উপরোক্ত কার্যাবলী গুলো যথাসময়ে সম্পাদন করতে হবে।
(০৪) রান্না এবং অফিস ম্যানেজমেন্ট এর কাজে অভিজ্ঞ এমন প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।
(০৫) অধ্যয়নরত কোন ছাত্র-ছাত্রী (এইচ.এস.সি অথবা স্নাতক অধ্যয়নরত), ধূমপায়ী, মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতনের সাথে সম্পৃক্তদের আবেদন করার প্রয়োজন নেই।
(০৬) কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে।
(০৭) কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে ’শেড’’ কর্তৃপক্ষ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে পারবে।
(০৮) নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পিতা/মাতা বা আইনানুগ অভিভাবকের সম্মতি পত্র জমা দিতে হবে।
(০৯) অভিজ্ঞ প্রার্থীর ক্ষেএে শিথিল যোগ্য।
আবেদন শুরুর তারিখ ঃ ১১ই মার্চ-২০২৫ইং
আবেদনের শেষ তারিখ ঃ ১৭ই মার্চ -২০২৫ইং
সিভি জমা দেওয়ার ঠিকানাঃ
বরাবর
নির্বাহী পরিচালক
সোসাইটি ফর হেলথ্ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড)।
প্রোগ্রাম অফিসঃ
ইউনুস চৌধুরী ম্যানশন (১ম তলা), রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, জাদিমোরা, রাজাপালং, উখিয়া-৪৭৫০।
আবেদন পত্রের সাথে যা জমা দিতে হবে ঃ
(০১) কমপক্ষে ০২ জন রেফারেন্স সহ এবং মোবাইল নম্বারসহ প্রার্থীর পূর্ন জীবন বৃত্তান্ত।
(০২) শিক্ষাগত যোগ্যতা সনদ ও রেজিস্ট্রেশন কার্ড এর সত্যায়িত ফটোকপি।
(০৩) অভিজ্ঞতা সনদের ফটোকপি।
(০৪) ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পদত্ত জাতীয়তা সনদের ফটোকপি।
(০৫) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি।
উল্লেখ্য :
(০১) খামের উপর পদবীর নাম ‘‘অফিস সহায়ক কর্মী’’ অবশ্যই উল্লেখ করতে হবে।
(০২) উল্লেখিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ন আবেদন পত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।
নিয়োগের ক্ষেত্রে ‘‘শেড’’ নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
www.shedbd.org
পাঠকের মতামত