প্রকাশিত: ১৭/০১/২০১৭ ৯:২৮ পিএম , আপডেট: ১৭/০১/২০১৭ ১০:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে ৭৮টি পাইপ বোমা তৈরীর কেচিংসহ ২জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝিলংজার পশ্চিম মুহুরী পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র মো: করিম উল্লাহ (৪০) ও শহরের উত্তর রুমালিয়ারছড়ার মৃত জাফর হোসেনের পুত্র মোহাম্মদ রমিজ (৪২)। তাদের কাছে থেকে কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। বিকাল বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৭রএর কক্সবাজার কোম্পানি কমান্ডার লে. আশেকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি থেকে দু’বস্তা ভরা ৭৮ টি পাইপ বোমার কেচিংসহ এই দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু টাকাও উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত দু’জন কোন নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। কোনো নাশকতায় ব্যবহারে বোমা তৈরির জন্য সরঞ্জাগুলো আনা হচ্ছিল।’
লে. আশেকুর রহমান বলেন, ‘আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই বোমা তৈরির সরঞ্জামগুলো কক্সবাজার সরকারি কলেজের পিছনের বাসিন্দা জনৈক মাওলানা শফিকের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে।’

তিনি বলেন, ‘তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে বোমা তৈরির সরঞ্জাম গুলো কোথা এসেছে তা জানার অনুসন্ধান চলছে। একই সাথে আটককৃতদের জিঙ্গাসাবাদ করে আরো অভিযান চালানো হবে। উদ্ধার করা সরাঞ্জাম গুলো র‌্যাবের বিশেজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে বলে জানান তিনি।’

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...