বার্তা পরিবেশক ::
রামু সেনানিবাসের গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে ‘১ম দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৮৮ জন পুরুষ গলফার এবং ৯ জন নারী গলফার অংশগ্রহণ করেন। এতে ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খাঁন শ্রেষ্ঠ গলফার, মেজর আনোয়ার শ্রেষ্ঠ গ্রস, ইফতেখার আহমেদ চৌধুরী রানার্স আপ, ওবাইদা সাঈদ শ্রেষ্ঠ নারী গলফার হওয়ার গৌরব অর্জন করেন।
গত ১২ মে থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হয় শনিবার (১৪ মে)।
এ উপলক্ষে রামু সেনানিবাসে সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় চেয়ারম্যান, ডিএমসিবি, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবঃ)সহ ডিএমসিবি এর উর্ধ্বতন কর্মকর্তা ও কক্সবাজার অঞ্চলের উর্ধর্তন কর্মকর্তাসহ সব পর্যায়ের সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন
পাঠকের মতামত