প্রকাশিত: ০৮/০৮/২০২২ ৭:২১ এএম

প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১৭ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান, বিএসপি, এনডিইউ, পিএসসি, এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ আগষ্ট ২০২২ তারিখ হতে শুরু হওয়া উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...