উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১০/২০২৪ ২:০৫ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দল। বিমানবন্দরে বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রতিনিধি দলের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশনও করেছেন।

এই দলের মধ্যে দুজনের আনন্দ ছিল অন্যরকম। কাঠমান্ডুতে নেমে সুখবর পেয়েছেন তারা। তাঁরা এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রীতি। রিপা এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়েছে। আর আফঈদা পেয়েছেন ৪.৩৩। দুজনেই বিকেএসপি কলেজ থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

রিপার ভাই ফারুক হোসেন বলেছেন, ‘যখন ফল প্রকাশ হয়, নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। কাঠমান্ডুতে নামার কিছুক্ষণ পরেই পাসের খবর পেয়েছে ওরা। ওদের দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। ওরা ফল শুনে উচ্ছ্বসিত।’

রিপা ফল শুনে নেপাল থেকে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। নেপালে এসেই আমার রেজাল্টের খবর জানতে পারলাম। আজ বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছি। ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। আমার দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। বিকেএসপি আমাকে অনেক কিছু দিয়েছে। যার ক্রেডিট আমার সকল শ্রদ্ধেয় কোচ, শিক্ষক, বন্ধু-বান্ধবী, সিনিয়র, টিমমেট ও আমার শুভাকাঙ্ক্ষী- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা, সহযোগিতা, মানসিক সাপোর্ট না পেলে হয়তো আজকের রিপা হতে পারতাম না। দোয়া করবেন আমার জন্য।

পাঠকের মতামত