সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত ভোট গ্রহণ করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইতিপূর্বে জেলা সমবায় অফিস কর্তৃক তিন সদস্য বিশিষ্ট সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির (নিবন্ধন নং-৮৪১) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সদস্যরা হলেন-সভাপতি উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, সদস্য নুর আহমদ ও মৌঃ আবদুর রহমান।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্টিতব্য বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন/২০২৫ সেন্টমার্টিনস্থ জেটিঘাট সমিতির কার্যালয়ে এ গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। গোপন ব্যালটের ভোটে রশিদ আহমদ আনারস প্রতীক ২৪ ভোট পেয়ে সভাপতি, জয়নাল আবেদীন উড়োজাহাজ প্রতীক ৩০ ভোট পেয়ে সহসভাপতি ও জাহাঙ্গীর আলম দেওয়ালঘড়ি প্রতীকে ২২ভোটে সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ আবদুর রব ও সদস্য নজির আহমদ।
উপজেলা সমবায় অফিসার কবির আহমদ জানান, উৎসব মুখর পরিবেশে স্বচ্ছতার মাধ্যমে সুষ্টুভাবে নির্বাচন অনুষ্টিত হয়েছে। বিধি মোতাবেক যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়। সকলের সহযোগিতা শান্তিপূণ ও সুন্দর পরিবেশে নিবাচন শেষ করায় সকলকে ধন্যবাদ জানান।