প্রকাশিত: ২৫/০৮/২০২১ ১:৫৯ পিএম , আপডেট: ২৫/০৮/২০২১ ২:০১ পিএম

সোসাইটিফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভলপমেন্ট (শেড)
আইএমসিএন এন্ড সিম্যাম প্রোগ্রাম

স্মারক নং: শেড/ক্রয়/২০২১/০৮-৪৮৯.         তারিখ: ২৫/০৮/২০২১

                : দরপত্র বিজ্ঞপ্তি :
Society for Health Extension and Development (SHED) একটি জাতীয় পর্যায়ের স্থানীয় সংস্থা যা ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলায় দারিদ্র ও অপুষ্টিতে আক্রান্ত জনগোষ্ঠীদের সহায়তায় বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করে আসছে । এই কাজেরই অংশ হিসেবে ২০১২ সাল থেকে World Food Programme( WFP) & Action Against Hunger( ACF) এর আর্থিক ও কারিগরি সহায়তায় মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি মান উন্নয়নের জন্য উখিয়া এবং টেকনাফের প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা সেন্টারে পুষ্টি কার্যক্রম চালিয়ে আসছে | । এই কাজের অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিক এর সংস্কার ও সম্প্রসারণের জন্য নিম্নোক্ত উপকরণ সামগ্রী ক্রয়ের জন্য এই কাজে আগ্রহী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহবান করা যাচ্ছে।

 

উপরোক্ত তালিকা অনুযায়ী টিকাদারের নিজস্ব প্রতিষ্ঠানের প্যাড এর মধ্যে দরপত্র জমা দিতে হবে এবং সাথে প্রকাশিত বিজ্ঞপ্তি সংযুক্ত করতে হবে।

বিশেষ জ্ঞাতব্য :

১. আগ্রহী দরপত্র দাখীলকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ঠ কাজে ৩(তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।

২. আগ্রহী দরপত্র দাখীলকারী প্রতিষ্ঠানের নামে অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্স,টিন সাটিফিকেট, ভ্যাট রেজিষ্ট্রেশন সনদ, ব্যাংক সলভেন্সি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সংশ্লিষ্ঠ কাজের অভিজ্ঞতাসনদ দাখিল করতে হবে ।

৩. আগ্রহী দরপত্র দাখীলকারী প্রতিষ্ঠানকে অবশ্যই ডব্লিউএফপি, এসিএফ ও শেড এর প্রোকিউরমেন্ট পলিসি মেনে চলতে হবে ।

৪. কোন প্রকার অগ্রীম অর্থ প্রদান করা হবে না।

৫. সরবরাহকারী বা দরদাতাকে এই মর্মে ঘোষনা করতে হবে যে, ‘’তিনি এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানেন বা জানার মত কারণ আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্ত্রাসমূলক কার্যকলাপ সমর্থন করে, সন্ত্রাসমূলক কাজে নিযুক্ত করে অথবা সন্ত্রাসমূলক কাজে জড়িত আছে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন বস্তুগত সমর্থন বা সম্পদ সরবরাহ করে নাই বা করিবেও না’’ ।

৬. আগ্রহী দরপত্র দাখীলকারী প্রতিষ্ঠানকে যে কোন সিডিউল ব্যাংক হতে ‘’’SHED LOCAL FUND’’ বরাবর ১০০০/=(এক হাজার টাকা) অফেরতযোগ্য পে অর্ডারে জমা দিয়ে সিডিউল সংগ্রহ করতে হবে ।

৭. আগ্রহী দরপত্র দাখীলকারী প্রতিষ্ঠানকে আগামী ৩১ শে আগষ্ট ২০২১ এর মধ্যে নিজস্ব প্রতিষ্ঠানের প্যাড এর মধ্যে দরপত্র নিস্মোক্ত ঠিকানায় মুখবন্ধ খামে জমা দিতে হবে-

হেড অফিস, পিসি-১৮০, ফিশারী রোড, কাইয়ুক খালী পাড়া, পৌরসভা টেকনাফ কক্সবাজার ।

বিঃদ্রঃ ’শেড’ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এই দরপত্র কার্যক্রমের যেকোন শর্ত শিথীল/পরিবর্তন/সংযোজন/স্থগিত কিংবা বাতিল করার ক্ষমতা এককভাবে সংরক্ষণ করে। সকল ক্ষেত্রেই দরপত্র আহবানকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত।

 

ধন্যবাদান্তে
(মো: ইসমাইল)
সভাপতি শেড ক্রয় কমিটি,

 

 টেন্ডার সার্কুলারটি ডাউনলোড করতে ক্লিক করুন

 

পাঠকের মতামত

বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘ,কর্মস্থল: কক্সবাজার

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে ...

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, কর্মস্থল উখিয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে অ্যাডমিন অ্যান্ড প্রকিওরমেন্ট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ ...