‘হুমায়ূন ফরিদী ভাই, রাজীব ভাই এবং বর্তমান সময়ে সেলিম ভাইয়ের অভিনয় দেখি, আর ছোট বেলা থেকেই হুমায়ূন ফরিদী ভাইয়ের অভিনয় আমায় মুগ্ধ করেছে, তাইতো খল অভিনেতাই হতে চেয়েছি’ কথাগুলো এক বাক্যে চ্যানেল আই অনলাইনকে বললেন তরুণ মডেল ও অভিনেতা সনি রহমান।
সম্প্রতি তিনি মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন।
চ্যানেল আই অনলাইনকে সনি বলেন: আমার ইচ্ছে ছিল বড় পর্দায় নেগেটিভ চরিত্রে কাজ করার। আমাদের দেশে হিরো হওয়ার প্রবণতাই সবার মধ্যে সবচেয়ে বেশি। তাই নেগেটিভ চরিত্রটাই আমি বেছে নিয়েছি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে শুটিং শুরু হতে যাচ্ছে ‘রাগী’ চলচ্চিত্রের।
পাঠকের মতামত