হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ৩:৪০ পিএম
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি : রাহাত

নিয়মিত ক্লাস পরীক্ষায় মেধা প্রস্ফুটিত হয়। উচ্চ শিক্ষায় অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার সারথি হিসেবে তোমরাই হবে উন্নত নাগরিক। তোমাদের নিয়মিত ক্লাস চর্চা মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে তোমাদের শিক্ষকগণ।



তোমরা রোহিঙ্গা ক্যাম্পর চাকরি মুখি হবে না, তোমরা কলেজমুখি হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও হুইফ শাহজাহান চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষক-ছাত্র-অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে একজন ভাল ছাত্র তৈরি করা সম্ভব। তাই তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকদের প্রতি বিশেষ নজর দেয়ার আহবান জানান। উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য এডভোকেট শাহজালাল চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ডক্টর মোক্তার আহমেদ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম, ফজলুল করিম, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন, উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল,


ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক তহিদুল আলম তহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এডভোকেট তোফাইল আহমেদ, সাংবাদিক ও কলেজের অভিভাবক হুমায়ুন কবির জুশান প্রমুখ

পাঠকের মতামত

উখিয়ার সোনার পাড়া হাটেই বিক্রি হচ্ছে ৮০ লাখ টাকার সুপারি, খুশি চাষিরা

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে সুপারির। ভালো দামও পাচ্ছেন চাষিরা। ...

চেয়ারম্যান ও ৩ প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত : হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইউনিয়নেরে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ৩ জন অনুপস্থিত ...