প্রকাশিত: ২৯/০৭/২০২১ ৭:২০ পিএম
কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারগুলো সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারগুলো সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা প্রশাসন ও রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বন্যাদুর্গত পরিবারগুলোকে আশ্রয় ও হট মিল বা তাজা খাবার দিতে সহায়তা করছে ও সেইসাথে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ভূমিধস প্রতিরোধের জন্য ইঞ্জিনিয়ারিং দলগুলোকে নিয়োজিত করেছে।

প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকির মুখে থাকা ২৫০০-এরও বেশি মানুষকে টেকনাফ উপজেলায় সাইক্লোন শেল্টারে স্থানান্তর করা হয়েছে। আর এগুলোর মধ্যে ৩টি সাইক্লোন শেল্টারকে সম্প্রতি ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর আর্থিক সহযোগিতায় ডব্লিউএফপি সংস্কার করেছে। ডব্লিউএফপি’র পক্ষ থেকে দুর্গত পরিবারগুলোকে তারা নিরাপদে তাদের ঘরে ফিরে না আসা পর্যন্ত আশ্রয়স্থলে রান্না করা তরতাজা খাবার সরবরাহ করা হচ্ছে।

কক্সবাজারে ডব্লিউএফপি‘র ইমার্জেন্সি কোঅর্ডিনেটর শিলা গ্রুডেম বলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে কক্সবাজার জেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে ডব্লিউএফপি নিবিড় সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, ”গত তিন বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে কক্সবাজার জেলার পরিবারগুলোর নিরাপদ স্থানে যাওয়ার পথ সুগম হয়েছে, যার মাধ্যমে এই সপ্তাহে দেখা প্রবল প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনার সময় মানুষের প্রাণহানি রোধ করা যায়।”

বাংলাদেশে ডব্লিউএফপি দীর্ঘদিন ধরে জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুতি ও জরুরি অবস্থায় সাড়া দিয়ে আসছে। গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়নের হিউম্যানিটেরিয়ান এসিস্টেন্স ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় ডব্লিউএফপি টেকনাফের ৯০০টি পরিবারকে ৪,১০০ টাকা করে নগদ অর্থ-সহায়তা দিয়েছে যেন তারা বর্ষাকালে বৃষ্টির কারণে সৃষ্ট সম্ভাব্য বন্যার আগেই নিজেদেরকে রক্ষা করতে পারে। পাশাপাশি, ২০১৯ সাল থেকে ইউএসএআইডি-এর সহায়তায় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (এমওডিএমআর)-এর সাথে সহযোগিতার মাধ্যমে ডব্লিউএফপি ৭০টি সাইক্লোন শেল্টার সংস্কার করেছে ও রাস্তা, ব্রিজ ও কালভার্টের মাধ্যমে সেই সাইক্লোন শেল্টারগুলোতে যেন মানুষ সহজে যেতে পারে, তার ব্যবস্থা করেছে।

পাঠকের মতামত

৮ ফেব্রুয়ারি মিছিলে মিছিলে কক্সবাজার জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান

৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষ্যে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত ...

ইয়াংগুন থেকে টেকনাফে পণ্য বাণিজ্য বন্ধ করলো মিয়ানমার!

মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফে পণ্য পরিবহনসহ বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রেখেছে দেশটির সরকার। দেশটির বিদ্রোহী ...

রোহিঙ্গাদের ভোটার কাজে সম্পৃক্ততা থাকলে বিএনপি থেকে বহিষ্কার :সরওয়ার জাহান চৌধুরী

উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের ভোটার কাজে সম্পৃক্ততা থাকলে দল থেকে ...